Alexa তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-ময়মনসিংহ রুট

তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-ময়মনসিংহ রুট

গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৪৫ ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ১২:৫০ ১৯ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন পরিবহন শ্রমিকরা। সকাল পৌনে ১১টায় তারা এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

মাওনা হাইওয়ে থানা পুলিশের এসআই আইয়ুব আলী জানান, শ্রীপুর থানা ও মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেয়ার বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হয়। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে মাওনা চৌরাস্তা অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
 

ডেইলি বাংলাদেশ/জেএস