Alexa ৩৮ পেশায় শিশুশ্রম নয়: প্রতিমন্ত্রী

৩৮ পেশায় শিশুশ্রম নয়: প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৫৩ ১৯ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় শিশুদের নিয়ে ভাবেন। আজকের শিশুরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার কর্ণধার হবে। তাই ঝুঁকিপূর্ণ পেশায় শিশুদের কাজ করানো যাবে না।

শনিবার সকালে বরিশাল সার্কিট হাউজ মিলনায়াতনে ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ বাস্তবায়ন’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ৩৮টি পেশাকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এসব পেশা থেকে শিশুদের বিরত রাখতে কাজ করছি।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইয়ামিন চৌধুরী, ডিসি এস.এম অজিয়র রহমান, সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডিজি এ.কে.এম মিজানুর রহমান, সচিব কে এম আলী আজম, অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এআর