Alexa ৩৬ গ্রাহককে টাকা ফিরিয়ে দিল দুদক

বিদ্যুৎ সংযোগ নিতে ঘুষ

৩৬ গ্রাহককে টাকা ফিরিয়ে দিল দুদক

লক্ষ্মীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৫০ ১৯ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুৎ সংযোগের বিনিময়ে নেয়া অতিরিক্ত এক লাখ ৪১ হাজার ৯৮৪ টাকা ফিরিয়ে দিয়েছে দালালচক্র।

মঙ্গলবার দুপুরে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে দুদকের সহায়তায় ৩৬ জন গ্রাহক টাকা ফেরত পেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন দুদক নোয়াখালী আঞ্চলিক সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক সুবেল আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম শাহজাহান কবীর, সমিতি বোর্ডের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
 
দুদক নোয়াখালীর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ভুক্তভোগী গ্রাহকের অভিযোগে ১১ নভেম্বর সদর উপজেলার চররুহিতা ইউপিতে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগ প্রমাণিত হয়। পরে দালালদের কাছ থেকে এক লাখ ৪১ হাজার ৯৮৪ টাকা আদায় করা হয়।

জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম শাহজাহান কবীর বলেন, বিদ্যুৎ সংযোগ নিতে কোনো টাকা লাগে না। কেউ টাকা চাইলে গ্রাহকরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমারা দালালদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ডেইলি বাংলাদেশ/এআর