Alexa ৩০টি গেম বানিয়ে তাক লাগিয়ে দিলো নয় বছরের শিশু

৩০টি গেম বানিয়ে তাক লাগিয়ে দিলো নয় বছরের শিশু

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:০৫ ৮ আগস্ট ২০১৯  

বেসিল ওকপারা জুনিয়র

বেসিল ওকপারা জুনিয়র

ছোটবেলা থেকেই ভিডিও গেমের প্রতি আগ্রহ বেসিল ওকপারা জুনিয়রের। যখন তখন অন্যের মোবাইল কেড়ে নিয়ে সে গেম খেলতো। এখন সে শুধুই গেম খেলে না, বানায়ও। মাত্র ৯ বছর বয়সেই সে তৈরি করেছে ৩০টি গেম।

নাইজেরিয়ার লাগোস শহরের সচ্ছল পরিবারে বেসিল ওকপারা জুনিয়রের বেড়ে ওঠা। গেমের প্রতি এমন আসক্তি দেখে তার মা একদিন বিরক্ত হয়ে বলেন, সারা দিনই গেম খেল তুমি। নিজে কোনো গেম তৈরি করতে পারো না? যাতে অন্য বাচ্চারা খেলতে পারে?

রাগের মাথায় কথাটা বললেও বেসিল কথাটাকে বেশ গুরুত্ব দেয়। তারপর থেকেই গেম তৈরির প্রতি আগ্রহী হয়ে ওঠে সে। তার এই আগ্রহ দেখে ল্যাপটপ কিনে দেন তার বাবা-মা। গেম তৈরির প্রাথমিক ধাপগুলো শেখাতে ৫ থেকে ১৫ বছর বয়সীদের বুট ক্যাম্পে তাকে নিয়ে যান ওকপারা। সেখানেই গেম তৈরির হাতেখড়ি হয় তার।

এরপর ফ্রি প্রোগ্রামিং ভাষা স্ক্র্যাচ ২ ব্যবহার করে সে ৩০টি গেম তৈরি করে। তবে তার তৈরি গেমগুলো এখনো প্রাথমিক অবস্থায় আছে। কম্পিউটারে স্ক্র্যাচ ২ ইন্সটলড থাকলেই কেবল গেমগুলো খেলা যাবে।

তবে তার বাবা জানিয়েছেন, চলতি মাসেই বেসিলের তৈরি করা ‘ফ্রগ অ্যাটাক’ নামের একটি গেম গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।

ডেইলি বাংলাদেশ/এনকে

Best Electronics
Best Electronics
শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩