Alexa ২৮ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক

২৮ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:৩৩ ১৭ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার ভোমরা থেকে পাঁচটি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধার করা সোনার বারের বাজারমূল্য ২৮ লাখ ১০ হাজার টাকা।

বৃহস্পতিবার বিকেলে ভোমরা স্থলবন্দরের লক্ষীদাঁড়ি সীমান্তের বেড়িবাঁধ থেকে তাকে আটক করা হয়। আটক কবিরুল ইসলাম সদর উপজেলার আলীপুর গ্রামের ফজলুল হকের ছেলে।

বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হারুন অর রশীদ জানান, লক্ষীদাঁড়ি সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার হচ্ছে এমন সংবাদে বেড়িবাঁধে অভিযান চালানো হয়। এ সময় ঘোরাফেরা করতে দেখে কবিরুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৫৮৩ গ্রাম (৫০ ভরি)।

তিনি আরো জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর