Alexa ২২ গজে গতির ঝড় তোলা কে এই হাসান মাহমুদ?

২২ গজে গতির ঝড় তোলা কে এই হাসান মাহমুদ?

লক্ষীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৩:২৬ ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ১০:৩৯ ১৯ জানুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের জাতীয় দলে বড় চমক তরুণ পেসার হাসান মাহমুদ। সদ্য শেষ হওয়া বিপিএলে সম্ভাবনার ঝিলিক দেখিয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

বিপিএলের আগে খুব একটা পরিচিত মুখ ছিলেন না ২০ বছর বয়সী এ পেসার। এবার জেনে নেয়া যাক ২২ গজে গতির ঝড় তোলা হাসান মাহমুদের পরিচয়।

লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্ছানগরের ফারুক হোসেনের ছেলে হাসান মাহমুদের জন্ম ১৯৯৯ সালের ১২ অক্টোবর। ২০১৭ সালের অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে (২০১৭-১৮) চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি। ২০১৮ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলেও জায়গা পান তিনি।

২০১৭-২০১৮ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে প্রথমবারের মতো লিস্ট এ ক্রিকেটে পদার্পণ করেন হাসান মাহমুদ। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু বিপিএলে খেলার সুযোগ হয় তার। ঢাকা প্লাটুনের হয়ে ২২ গজে গতির ঝড় তুলেছেন তিনি। ১৪০ কিলোমিটারের আশপাশে বল করেছেন নিয়মিত। দারুণ সব ডেলিভারিতে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে পরাস্ত করেছেন তিনি। ১৩ ম্যাচে ৯.২০ গড়ে উইকেট নিয়েছেন ১০টি। এখন দেখার বিষয় জাতীয় দলে নিজেকে মেলে ধরতে পারেন কিনা।

জাতীয় দলে সুযোগ পাওয়ায় হাসান মাহমুদকে অভিনন্দন জানিয়েছে হাসানের লক্ষীপুরের ক্লাব হাইফাই ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ, জেলা আওয়ামী লীগ ও লক্ষীপুর প্রেস ক্লাব।

ডেইলি বাংলাদেশ/আরএ/এআর/এম