Alexa ২০২০ সালে বেতন বাড়ার বদলে কমবে!

২০২০ সালে বেতন বাড়ার বদলে কমবে!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৩১ ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ১২:৫৫ ১৯ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রত্যেক বছরই প্রতিটি প্রতিষ্ঠানে কর্মীদের বেতন কম-বেশি বাড়ে। কিন্তু যদি এর বিপরীত হয়? হ্যাঁ, এমনটাই হতে যাচ্ছে ২০২০ সালে এশিয়া মহাদেশের একটি দেশে। শুনে চমকে ওঠার মতো হলেও এটি সত্যি।

এশিয়া মহাদেশের মধ্যে পাকিস্তান একমাত্র দেশ, যে দেশের মানুষদের বেতন ২০২০ সালে কমে যাবে। এই খবরটি প্রকাশিত হয়েছে মোবিলিটি কনসালটেন্সি ইসিএল ইন্টারন্যাশনালের রিপোর্টে। এই রিপোর্ট অনুযায়ী, পাকস্তানী কর্মচারীদের বেতন এই বছরের তুলনায় আগামী বছরে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই রিপোর্টে এও বলা আছে, এশিয়া মহাদেশের মধ্যে ভারত গড় মজুরি বৃদ্ধিতে প্রথম ছিল, ২০২০ সালেও প্রথম থাকবে। ভারতের কর্মচারীদের মজুরি বৃদ্ধি পাবে ৫.৪%। যদিও ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে মুদ্রাস্ফীতি কিছুটা বাড়বে এবং অর্থনৈতিক অবস্থাও কিছুটা স্বস্তিতে থাকবে। তবুও ভারতীয় কর্মচারীরা বেশি বেতনের আশা রাখতে পারবেন।

ডেইলি বাংলাদেশ/এএ