Alexa ২০১৯ সালে সর্বাধিক বিক্রিত ৭ ফোন

২০১৯ সালে সর্বাধিক বিক্রিত ৭ ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৩৯ ৩১ ডিসেম্বর ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আইফোন এক্সআর ২০১৯ সালের সর্বাধিক বিক্রিত ফোনের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে। বাজার গবেষণা ফার্ম কাউন্টার পয়েন্ট রিসার্চ এ তথ্য জানিয়েছে। বছরজুড়ে বৈশ্বিক বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া সাত স্মার্টফোন নিয়ে এই আয়োজন-

আইফোন এক্সআর

২০১৮ সেপ্টেম্বরে আইফোন এক্সআর উন্মোচন করে অ্যাপল। শুরুতে ডিভাইসটি খুব বেশি সাড়া পায়নি। চলতি বছরে দাম কমানো হলে ডিভাইসটির বিক্রি উল্লেখযোগ্য বেড়ে যায়।

স্যামসাং এ১০

চলতি বছর সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ফেব্রুয়ারিতে ডিভাইসটি বাজারে আনে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। এটি প্রতিষ্ঠানটির বাজেট সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে বাজারে ছাড়া হয়।

স্যামসাং গ্যালাক্সি এ৫০

তালিকার তৃতীয় অবস্থানে থাকা স্মার্টফোনটিও স্যামসাংয়ের তৈরি। এটিও বাজারে আসে গত ফেব্রুয়ারিতে।

অপো এ৯

চলতি বছর বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রি হওয়া শীর্ষ স্মার্টফোনের তালিকায় অপোর তিনটি ডিভাইস জায়গা করে নিয়েছে। অপো এ৯ ডিভাইস তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে।

অপো এ৫এস

চলতি বছরজুড়ে বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রি হওয়া ফোনের তালিকায় অপোর দ্বিতীয় স্মার্টফোন হলো এ৫এস। এন্ট্রি লেভেলের এ ডিভাইস ক্রেতা পর্যায়ে ভালো সাড়া ফেলে।

স্যামসাং গ্যালাক্সি এ২০

চলতি বছর সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় স্যামসাং ব্র্যান্ডের তৃতীয় স্মার্টফোন গ্যালাক্সি এ২০। ডিভাইস সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোনের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে।

হুয়াওয়ে পি৩০

চীনভিত্তিক হুয়াওয়ে চলতি বছর স্মার্টফোন বিক্রির দিক থেকে স্যামসাংকে টেক্কা দেয়ার চেষ্টা করেছে। গত মার্চে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির পি৩০ সিরিজের ডিভাইস বাজারে আসে। চলতি বছর বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে হুয়াওয়ে পি৩০ ডিভাইসটি।

ডেইলি বাংলাদেশ/এনকে