Alexa ১৯ দিনের শিশুকে বালতির পানিতে চুবিয়ে মারলো বাবা 

১৯ দিনের শিশুকে বালতির পানিতে চুবিয়ে মারলো বাবা 

গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:১৮ ২৭ অক্টোবর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ১৯ দিনের শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। রোববার ভোরে শ্রীপুরের ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম আব্দুল্লাহ আল মাহাদী। অভিযুক্ত ওই বাবার নাম বিজয় হাসান। তিনি শ্রীপুরের গাজীপুর ইউপির নগর হাওলা গ্রামের শামসুল হকের ছেলে।

শিশুটির নানা মোফাজ্জল হোসেন জানান, রোববার ভোর ৬টায় শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে বাথরুমের বালতির পানিতে শিশুটিকে চুবানো অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, বিজয় নেশাগ্রস্ত এবং অন্য আরেক মেয়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে। এ নিয়ে মাঝে মধ্যেই আমার মেয়ের সঙ্গে তার কলহ লেগে থাকতো। শিশুটি মায়ের পেটে থাকা অবস্থায় অভিযুক্ত বিজয় শিশুটিকে হত্যার হুমকি দিয়েছিলো। তাই শিশুটির জন্মের আগে থেকেই মেয়েকে আমার বাড়িতে এনে রাখি।

শ্রীপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আক্তারুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাবাকে আটক করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি বাংলাদেশ/জেএস