Alexa ১৮ ঘণ্টা পর বরফের নিচ থেকে জীবিত কিশোরী উদ্ধার

১৮ ঘণ্টা পর বরফের নিচ থেকে জীবিত কিশোরী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৪৭ ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ১৬:০১ ১৬ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরফে চাপা পড়ে ১৮ ঘণ্টা কেটে যাওয়ার পরও এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে তুষারধসের সময় ওই কিশোরী সামিনা বিবি বরফের নিচে চাপা পড়ে। পরে ১৮ ঘন্টা পর মঙ্গলবার তাকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়।

সামিনার মা জানায়, তুষারধসের সময় ওই কিশোরী বাড়ির একটি রুমের মধ্যে ছিল। অনেক সময় পেরিয়ে যাওয়ায় তারা প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। তার মেয়ে খুব ভাগ্যবান যে সে বেঁচে আছে।

অপরদিকে সামিনা বলেন, সে উদ্ধার হওয়ার আশায় সময় পার করছিল। সে ঘুমাতে পারছিল না। তার পায়ে আঘাত লেগেছে এবং তার মুখ দিয়ে রক্ত পড়ছিল। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে নতুন করে ভারী তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/জেএস