Alexa হ্যাটট্রিকে অভিষেক রাঙালেন হালান্ড

হ্যাটট্রিকে অভিষেক রাঙালেন হালান্ড

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০৮ ১৯ জানুয়ারি ২০২০  

আর্লিং হালান্ড

আর্লিং হালান্ড

বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে অভিষেকটা স্বপ্নের মতো হলো আর্লিং হালান্ডের। বরুশিয়ার হয়ে নিজের প্রথম ম্যাচে হ্যাটট্রিক তুলে নিলেন নরওয়ের এই কিশোর সেনশেসন। 

তার হ্যাটট্রিকের ফলে অগসবুর্গের বিপক্ষে পিছিয়ে পড়েও ৫-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বরুশিয়া। ম্যাচের ৫৬ মিনিটে ৩-১ গোলে এগিয়ে যায় স্বাগতিক অগসবুর্গ। এরপরই আবির্ভাব ঘটে হালান্ডের। 

ম্যাচের ৫৬ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন হালান্ড। এর তিন মিনিটের মধ্যেই প্রথম গোলটি করেন তিনি। এরপর ৭০ ও ৭৯ মিনিটে আরো দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ১৯ বছর বয়সী এ সুপারস্টার। 

ডেইলি বাংলাদেশ/এম