Alexa হোটেলে রুম খুঁজছে হাতি!

হোটেলে রুম খুঁজছে হাতি!

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৪০ ২১ জানুয়ারি ২০২০  

রুমের খোঁজে হোটেলে ঢুকে পড়ল একটি হাতি। সম্প্রতি শ্রীলংকার একটি হোটেলে এ ঘটনা ঘটেছে। আর মুহূর্তেই ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে দেখা গেছে, বিশাল হাতিটি হোটেলের ভেতর ঘুরে বেড়াচ্ছে। ছড়িয়ে থাকা জিনিসপত্র দেখছে। কখনো উল্টে দিচ্ছে ল্যাম্প শেড।

ব্রিটেনের দ্য মেট্রোর এক প্রতিবেদনে জানা গেছে, নাট্টা কোটান নামের এই হাতিটি শ্রীলংকার জেটউইং ইয়ালা হোটেলে ঢুকে পড়েছিল। প্রায়ই হোটেলে এভাবে ঢুকে পড়ে সে।

এর আগে গত সেপ্টেম্বরেও জেটউইং ইয়ালা হোটেলে নাট্টা কোটার ঢুকে পড়ার ভিডিও প্রকাশ্যে এসেছিল। হোটেলের পক্ষ থেকে শেয়ার করা ভিডিওতে ওই হাতিটিকে তাদের প্রিয় অতিথি বলেও উল্লেখ করা হয়েছে।

তবে হাতিটি বন্য হওয়ায় হোটেল কর্মীদের সাবধান করে দেয়া হয়েছে। সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস