Alexa হোটেলে খাটের ওপর মিলল তরুণ-তরুণীর মরদেহ

হোটেলে খাটের ওপর মিলল তরুণ-তরুণীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৩৮ ২ এপ্রিল ২০১৯   আপডেট: ২১:৩৬ ২ এপ্রিল ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটের সম্রাট হোটেলে একটি কক্ষের দরজা ভেঙে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো খাটের ওপর ছিল।

মঙ্গলবার বিকেলে হোটেলের সপ্তম তলার একটি রুম থেকে মরদেহগুলো উদ্ধার করে তেজাগাঁও থানা পুলিশ। 

নিহত দুজনের মধ্যে তরুণের নাম আমিনুল ইসলাম সজল। তিনি তেজগাঁও কলেজের শিক্ষার্থী ছিলেন। তরুণীর নাম মরিয়ম আক্তার জেরিন। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুজনের মরদেহ খাটের ওপর পড়েছিল। তাদের মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে- বলেন তিনি।

ডেইলি বাংলাদেশ/এসআই