Alexa হেলিকপ্টার দুর্ঘটনায় বাস্কেটবল তারকাসহ নিহত ৯

হেলিকপ্টার দুর্ঘটনায় বাস্কেটবল তারকাসহ নিহত ৯

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৩:১৪ ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ১১:৪৪ ২৭ জানুয়ারি ২০২০

বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট

বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট

হেলিকপ্টার দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্টসহ নয়জন নিহত হয়েছেন। কোবি ব্রায়ান্টের ১৩ বছর বয়সী মেয়ে জিয়ান্নাও রয়েছে নিহতদের মধ্যে। এছাড়াও আছেন বেসবল কোচ জন আলতুবেলি, তার স্ত্রী কেরি আলতুবেলি  ও ১৩ বছর বয়সী মেয়ে অ্যালিসা। তবে তাৎক্ষণিকভাবে বাকি চারজনের নাম-পরিচয় জানা যায়নি।

সিএনএনের তথ্যানুযায়ী, রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ব্যক্তিগত হেলিকপ্টারে ভ্রমণে বের হয়েছিলেন ব্রায়ান্ট। ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে পৌঁছালে হঠাৎ করে আগুন ধরে হেলিকপ্টারটিতে থাকা সবাই নিহত হন।

কোবি ব্রায়ান্টের নেতৃত্বে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন। লস অ্যাঞ্জেলেস লেকার্স দলের হয়ে ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ২০ বছর খেলেছেন তিনি। ২০১৬ সালের এপ্রিলে অবসরে যান ব্রায়ান্ট।

কোবি ব্রায়ান্টের এমন আকষ্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন তারকা ও সতীর্থ খেলোয়াড়সহ অনেকে।

ডেইলি বাংলাদেশ/আরএ/আরএএইচ/এম