Alexa হেলিকপ্টারে নোয়াখালী গেলেন পূর্ণিমা

হেলিকপ্টারে নোয়াখালী গেলেন পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৫১ ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ১৯:২১ ২১ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাঙচিল ছবির দ্বিতীয় ধাপের শুটিং শুরু হয়েছে ১৭ নভেম্বর থেকে। এ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন পূর্ণিমা। ছবির এবাবরের লটে নায়িকার শুটিং শুরু হওয়ার কথা বুধবার (২০ নভেম্বর) থেকে। কিন্তু সেদিন ছিলো সড়কপথ অবরোধ করে রেখেছিলো পরিবহন শ্রমিকরা। আর সে কারণেই হেলিকপ্টারে করে শুটিং স্পট নোয়াখালী পৌঁছালেন তিনি। 

মোবাইলে নোয়াখালী থেকে পূর্ণিমা বলেন, প্রস্তুতি নিয়েছিলাম ভোরে সড়কপথে রওনা হব। কারণ সকাল থেকেই শুরু হবে আমার অংশের শুটিং। কিন্তু বের হওয়ার পর জানতে পারলাম, শ্রমিকেরা নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে রাস্তাঘাট অবরোধ করেছেন। এ কারণে জরুরিভাবে হেলিকপ্টারে করে এখানে এসেছি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস গাঙচিল থেকে ছবিটি নির্মাণ করা হচ্ছে। ছবিতে উঠে আসবে চরের মানুষের জীবনের গল্প। এতে এনজিওর কর্মী মোহনা চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা আর সাংবাদিক সাগর চরিত্রে দেখা যাবে ফেরদৌসকে। এতে আরো অভিনয় করেছেন আসাদুজ্জমান নূর, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, জয়রাজ প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/টিএএস