Alexa হুমায়ূনের নেত্রকোনায় হিমু-রূপার মিলনমেলা

হুমায়ূনের নেত্রকোনায় হিমু-রূপার মিলনমেলা

নেত্রকোনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৩৬ ১৩ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

হুমায়ূন আহমেদ-র ৭১ তম জন্মদিন উপলক্ষে হিমুদের মিলনমেলায় পরিণত হয়েছে তার জেলা নেত্রকোনা। বুধবার সকাল ১১টায় হিমু পাঠক আড্ডার উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য এবং নান্দনিক শোভাযাত্রা বের হয়। 

হুমায়ূন আহমেদ রচিত গানের সঙ্গে সঙ্গে শোভাযাত্রাটি শহরের সাতপাই চক্ষু হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রা উদ্বোধন করেন বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ যতীন সরকার। 

শোভাযাত্রায় তরুণরা হলুদ পাঞ্জাবি পড়ে হিমুর বেশে এবং তরুণীরা নীল শাড়িতে রূপার সাজে অংশ নেয়। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে হুমায়ূন ভক্তদের নিয়ে জন্মদিনের কেক কাটেন উদ্বোধক যতীন সরকার। 

পরে বিকালে পাঁচটায় প্রেস ক্লাবের হলরুমে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। সম্মাননা প্রাপ্তরা হলেনা বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার, কবি হেলাল হাফিজ ও খ্যাতিমান সাংবাদিক শ্যামলেন্দু পাল।

ডেইলি বাংলাদেশ/জেএস