Alexa হিন্দু কনের বাবার মুখে হাসি ফোটালেন মুসলমানরা 

হিন্দু কনের বাবার মুখে হাসি ফোটালেন মুসলমানরা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:১০ ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ২১:১৪ ১৫ অক্টোবর ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আমাদের দেশের সব বিয়ের উৎসব ও আমেজ প্রায় একই ধরনের। তবে ধর্ম, সামাজ ও সম্প্রদায়ের নানা নিয়মের বেড়াজাল থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘটেছে ব্যতিক্রম।

সমাজের সুবিধাবঞ্চিত হিন্দু কনে ঝুমা শীলের বিয়ের দিন তারিখ ও আনুষ্ঠানিকতা ঠিক থাকলেও অর্থের অভাবে দিশেহারা হয়ে পড়েন অসহায় পিতা কানু শীল ও মাতা লক্ষ্মী শীল। দিনমজুরের মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করতে গিয়ে হণ্যে হয়ে ঘুরছিল মেয়েটির পরিবার।

কনে ঝুমার বিয়ের জন্য যখন প্রবল আর্থিক সংকটে পরিবার, ঠিক তখনই এগিয়ে আসেন স্থানীয় পুলিশ প্রশাসন ও সাংবাদিক সমাজ। বিয়ের স্বর্ণালংকার, কাপড়, আসবাবপত্রসহ হিন্দু ধর্মীয় বিয়ের রীতিনীতিতে নেচে-গেয়ে জাঁকজমক আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জমকালো অনুষ্ঠান করে আখাউড়ায় হিন্দু কনের বিয়ে দিয়ে এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করলো মুসলমানরা।

কনের বাবা রাধানগরের ভাড়া করা বাসায় সোমবার সন্ধ্যার পর বরবরণ শুরু হয়। সাতপাক, শুভদৃষ্টি, মালাবদল, সম্প্রদান ও অঞ্জলির মধ্যদিয়ে বিয়ের মূলপর্ব শেষ হয়।

কন্যাকে সামাজিকভাবে পাত্রস্থ করতে পেরে খুশিতে কেঁদে ফেলেন  বাবা-মা। 

ডেইলি বাংলাদেশ/এমএইচ