Alexa হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫

হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:০০ ৬ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় ট্রেনিং করতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

হিটস্ট্রোকে আক্রান্তরা হলেন- উপজেলার ফায়ারম্যান মোহাম্মদ আল-আমিন, মো. অপু মিয়া, নূর মোহাম্মদ, কবির আহমেদ ও মোহাম্মদ হানিফ।

কলমাকান্দা ফায়ার সার্ভিস ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, রোববার সকালে সাপ্তাহিক পাম দিল প্রশিক্ষণ চলছিল। এ সময় ১১টার দিকে প্রশিক্ষণে অংশ নেয়া ১০ জনের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। 
পরে তাৎক্ষণিক কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসক ডা. আশেক উল্লাহ্ খানকে বলেন, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন ওই পাঁচজন। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। 

ডেইলি বাংলাদেশ/আরএম