Alexa হানিফের ধাক্কায় প্রাণ গেল অটোযাত্রীর

হানিফের ধাক্কায় প্রাণ গেল অটোযাত্রীর

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:৩৭ ২৬ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় এক অটোযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল মিয়া মির্জাপুর পৌর সদরের পোস্টকামুরি গ্রামের রোস্তম মিয়ার ছেলে।

আহতরা হলেন- আহম্মেদ আলী, আমজাদ মিয়া, কালাম, দ্বিনেশ, আকলিমা আক্তার ও অষ্টমী।

গোড়াই হাইওয়ে থানার এসআই সালাহ উদ্দিন জানান, সকালে মির্জাপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি দেওহাটায় যাচ্ছিল। পথে হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ছয় অটোযাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। আহতদের ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এসআই সালাহ উদ্দিন আরো জানান, ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন।

ডেইলি বাংলাদেশ/এমআর