হাজী সেলিমের স্ত্রী মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০১:০৭ ৩০ নভেম্বর ২০২০ আপডেট: ০১:৩২ ৩০ নভেম্বর ২০২০

হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা। ছবি- সংগৃহীত
ঢাকা ৭ আসনের এমপি হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম মারা গেছেন।
রোববার রাত পৌনে ১২টায় ঢাকার ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান আরা দীর্ঘদিন ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন।
আরো পড়ুন: পুকুরে মিলল কিলিং মেশিন খ্যাত রাসেল ভাইপার, আতঙ্ক
মহিউদ্দিন মাহমুদ বেলাল জানান, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ব্যাংককে চিকিৎসার জন্য নেয়া হয়েছিল গুলশান আরাকে। প্রায় ২০ মাস সেখান চিকিৎসাধীন থাকা অবস্থায় এ বছরের ২০ অগাস্ট এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় এনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো জানান, গত সাতদিন ধরে আইসিইউতে ছিলেন তিনি।
ডেইলি বাংলাদেশ/আরএ