Alexa হাকিমের সংসারে ফিরেছে সচ্ছলতা

হাকিমের সংসারে ফিরেছে সচ্ছলতা

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫১ ১১ জানুয়ারি ২০১৯   আপডেট: ১২:৫১ ১১ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

শখের বসে ফুল চাষ করে স্বাবলম্বী রংপুরের পীরগঞ্জ উপজেলার ছাতুয়া গ্রামের  আব্দুল জব্বার মিয়ার হাকিম মিয়া। বাণিজ্যিকভাবে এখন তিনি ফুল বিক্রি করে আসছেন। 

তিনি জানান, ৭ বছর আগে বগুড়ার মহাস্থানগড়ে বেড়াতে গিয়েছিলেন । সেখানকার ফুলের বাগান দেখে আকৃষ্ট হন তিনি। কথা বলেন বাগানের মালিক ও মালির সঙ্গে। তিনি বাসায় ফিরে ফুল চাষে আগ্রহী হয়ে উঠেন। তার সম্বল  ৩৩ শতক জমির একাংশে ফুল চাষ করেন । তার বাগানের ফুল বাজারে বিক্রি করে ভাল আয় হওয়ায় পরের বছর পুরো জমিতে ফুলচাষ করেন। ফুল চাষ ও বিক্রি করে তার সংসারেও সচ্ছলতা নিয়ে এসেছেন।

গত ৭ বছরে ফুল বিক্রি করে তার যে লাভ হয়েছে তা দিয়ে  ১ একর জমি বন্ধক এবং  ১ একর জমি লিজ নিয়েছেন। লিজের জমিতেই  ফুলের চাষ করছেন। তার মতে এক একর জমিতে ফুল চাষ করতে বছরে খরচ হয় ৬০ থেকে ৭০  হাজার টাকা । এই ফুল সারা বছর  বিক্রি করা যায়। এই ফুল বিক্রি করে আয় হয় থাকে ৩ থেকে সাড়ে তিন লাখ টাকা।

তিনি পীরগঞ্জ উপজেলা ছাড়াও দিনাজপুর, নবাবগঞ্জ, দাউদপুরসহ বিভিন্ন হাট বাজার ফুল ও চারা বিক্রি করেন। হাকিমের নার্সারিতে বিভিন্ন প্রকারের গোলাপ,গাদা, স্টার, দোপাটি, ক্যালেন্ডুলা, ডালিয়া, রঙ্গন, হাসনাহেনা, ভারত থেকে আনা এ্যানকাসহ নানান প্রজাতীর ফুল ও ফুলের চারা এবং সাথী চারা হিসেবে উন্নত জাতের বিভিন্ন প্রকার আম, পেপে, কাঠাল লিচু, থাই পেয়ারা, ডালিম নটকো, জাম্বুরার চারা তৈরি ও বিক্রি করেন। এসব ফলের চারা থেকেও তার বাড়তি আয় হয়ে থাকে। 

আর এ আয় দিয়ে তিনি মাটির ঘর ভেঙে আধাপাকা বাড়িও করেছেন। স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও নাতী নাতনীসহ তার পরিবারের সদস্য ৯ জন। এক ছেলে এইচএসসি ও আর এক ছেলে এসএসসি পাশ করেছে। লেখাপড়ার পাশাপাশি তারাও বাবাকে সহযোগিতা করেন। হাকিমের সংসারে এখন আর অভাব নেই। তার সংসারের সচ্ছলতা ফিরেছে এসেছে।

ডেইলি বাংলাদেশ/জেডএম