Alexa হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে দালাল আটক

হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে দালাল আটক

হবিগঞ্জ প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:১৮ ১ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে এক দালালকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে হাসপাতাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক নিকন দাস বানিয়াচংয়ের বাল­া জগন্নাতপুর গ্রামের নয়ন দাসের ছেলে। 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা করে আসছিল। তারা ফার্মেসি থেকে রোগীদের ওষুধ আনার নাম করে কমিশনের বিনিময়ে কাজ করতো। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে নিকন দাসকে আটক করা হয়েছে। 

তিনি আরো জানান, অন্যান্য দালালদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। 
 

ডেইলি বাংলাদেশ/জেএস