Alexa হবিগঞ্জে বিলুপ্তপ্রায় লক্ষ্মী পেঁচা উদ্ধার

হবিগঞ্জে বিলুপ্তপ্রায় লক্ষ্মী পেঁচা উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০২:৩৯ ৩০ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ শহর থেকে একটি বিলুপ্তপ্রায় লক্ষ্মী পেঁচা উদ্ধার করেছে বন বিভাগ।

শুক্রবার রারে শহরের পুরাণ মুন্সেফী রোডের একটি দোকান থেকে পেঁচাটি উদ্ধার করা হয়। এ সময় পেঁচাটি দেখতে সেখানে ভিড় জমায় উৎসুক জনতা। 

বাপা হবিগঞ্জ’র সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল জানান, কয়েকজন শিশু পেঁচাটিকে ধাওয়া দিলে সেটি ‘সারা ফ্যাশন’ নামের একটি দোকানে আশ্রয় নেয়। পরে বন বিভাগের প্রতিনিধিরা পেঁচাটি নিয়ে যায়।

ফরেস্ট রেঞ্জার রায়হান মাহমুদ জানান, লক্ষ্মী পেঁচা দেখতে খুবই আর্কষণীয়। এরা গাছের কোটর, বন-জঙ্গল, ভবনের ফাঁক-ফোকর, গাছগাছালির ঘনপাতার আড়ালে বাসা বানিয়ে বসবাস করে। বন উজাড়, শিকারিদের দৌরাত্ম্য, খাদ্যের অভাবসহ বিভিন্ন কারণে লক্ষ্মী পেঁচা দিনদিন কমে যাচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এআর