Alexa হবিগঞ্জে বিআরটিএ অফিসের তিন দালালের দণ্ড

হবিগঞ্জে বিআরটিএ অফিসের তিন দালালের দণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:২৭ ১৮ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ বিআরটিএ অফিসের তিন দালালকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুইজনকে ১০ দিনের কারাদণ্ড ও একজনকে ২০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। 

রোববার সন্ধ্যায় ঝটিকা অভিযানে এ রায় দেন হবিগঞ্জের ডিসি মো. কামরুল হাসান। কারাদণ্ডিতরা হলেন- কিশোরগঞ্জেহর মিটামইনের কাঞ্চনপুর গ্রামের জহর আলীর ছেলে রেজাউল হাই চৌধুরী পান্নু ও হবিগঞ্জের নবীগঞ্জের পূর্ব তিমিরপুর গ্রামের সুকুমার সরকারের পুত্র সুকেশ চন্দ্র সরকার।  এছাড়া অর্থদণ্ডিত নাসির উদ্দিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জগতপুর গ্রামের তাহির আলীর ছেলে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির হোসেন শামীম জানান, নবাগত ডিসি মো. কামরুল হাসান হঠাৎ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিআরটিএ অফিসে অভিযান চালান। এ অভিযানে তিন দালালকে আটক করা হয়। পরে দুই দালালকে ১০ দিনের কারাদণ্ড  ও এক দালালকে ২০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। 

হবিগঞ্জ বিআরটিএ’র পরিদর্শক সরফুদ্দিন আকন্দ জানান, অফিসে কাজের চাপ থাকায় নাসিরকে কমিশনে কাজের সুযোগ দেয়া হয়। তাই তাকে ২০০ টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দিয়েছে আদালত। 

অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিসি তারেক মোহাম্মদ জাকারিয়াসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। অভিযানে সহযোগিতা করেন সদর থানার এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।

ডেইলি বাংলাদেশ/এমকেএ