হবিগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
হবিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:১৪ ২১ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার দুপুরে সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, ড্রাইভার বাজার এলাকার আজিজ এন্টারপ্রাইজে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ময়দা বিক্রি, মূল্য তালিকা না রাখায় পাঁচ হাজার টাকা ও পুরানবাজারে জয় দূর্গা মিষ্টান্ন ভাণ্ডারে নোংরা পরিবেশ থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, এ অভিযানে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম তাকে সহযোগীতা করে। এছাড়াও বেকারিসহ আরো প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএস