Alexa হবিগঞ্জে ট্রাকের সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জে ট্রাকের সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৫৫ ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:১০ ১৯ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবলে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের মৌচাকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জের নকরা পাড়ার আহমদ আলীর ছেলে বাবু মিয়া ও হেলপার একই এলাকার মোস্তাফা আলীর ছেলে রহমত আলী। আহত শাহ আলম নোয়াখালীর সোনাইমুড়ীর আবদুস সালামের ছেলে।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, পাথরবোঝাই একটি ট্রাক সিলেট থেকে ঢাকা যাচ্ছিলো। মৌচাকে বিপরীতমুখী আরেক ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই ওই ট্রাকের হেলপার ও  ঘুমন্ত চালক নিহত হন। এ সময় অপর ট্রাকের চালক গুরুতর আহত হন।

ওসি কামরুজ্জামান আরো জানান, দুর্ঘটনার পর মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ট্রাকের বডি কেটে মরদেহ উদ্ধার করে। মরদেহ ও আহত চালককে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর/টিআরএইচ/জেএস