Alexa হবিগঞ্জে অটোর ধাক্কায় নারী পথচারী নিহত

হবিগঞ্জে অটোর ধাক্কায় নারী পথচারী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:২৪ ১৭ অক্টোবর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে অটোরিকশার ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সোনাইজান বিবি স্নানঘাট গ্রামের ছগির আলীর স্ত্রী। 

বাহুবল মডেল থানার (ওসি) মো. কামরুজ্জামান জানান, বুধবার রাতে মহাসড়কের বাইগাদার নামক স্থানে একটি অটোরিকশা পেছন দিক থেকে ওই নারী পথচারীকে ধাক্কা দেয়। আর এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে বৃহস্পতিনবার স্পকালে তিনি মারা যান।  

তিনি আরো জানান, এ ঘটনায় আরো এক পথচারী আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস