Alexa সড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন যুবক

সড়ক পার হতে গিয়ে প্রাণ হারালেন যুবক

নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:০৭ ৬ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের বন্দর মদনপুর বাসস্ট্যান্ডে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। শুকবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত রবিউল হোসেন জেলার বন্দরের দেউলী এলাকার ইদ্রিস সর্দারের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর মদনপুর বাসস্ট্যান্ডে সড়ক পার হচ্ছিলেন রবিউল। এ সময় চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান। 

তিনি আরো জানান, ট্রাকটি উদ্ধার করা হলেও চালক পালিয়ে গেছে। তবে চালককে আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ