Alexa স্যার বেন স্টোকস!

স্যার বেন স্টোকস!

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৪৪ ১৭ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের প্রথমবার স্বপ্নের সোনালী ট্রফি জয়ে সবচেয়ে বড় অবদান রাখায় চারদিকে চলছে স্টোকস বন্দনা। এ অলরাউন্ডারকে নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী প্রার্থীরা। তাকে মর্যাদার নাইটহুড সম্মান দেয়ার কথা বলেছেন দুই প্রধানমন্ত্রী প্রার্থী জনসন ও হান্ট।

এ মাসের শেষে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেবেন থেরেসা মে। আর সেই পদটির দুই সম্ভাব্য প্রার্থী জনসন ও হান্ট দ্য সান ও টক রেডিওর এক বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়ে জানালেন এ কথা। 

জনসন এক প্রশ্নের জবাবে বলেন, আমি ওকে ডিউকডোম করবো, প্রয়োজন পড়লে আরো বড় কিছু। হ্যাঁ, ওকে আমি নাইটহুড বানাবো। 

তার প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী প্রার্থী হান্টও একই সুরে কথা বলেন এ প্রসঙ্গে, অবশ্যই, ওকে নাইটহুড করবো। 

সম্ভাব্য দুই প্রার্থীই এমন ঘোষণা দেয়ায় নাইটহুড পেতে ঝামেলা থাকছে না স্টোকসের। তা নিশ্চিত হলে ১২তম ইংলিশ ক্রিকেটার হিসেবে এই সম্মান পাবেন তিনি। তখন বেন স্টোকস হয়ে যাবেন স্যার স্টোকস। এই বছর সবশেষ এমন সম্মাননা পেয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক।

ডেইলি বাংলাদেশ/এমকে

Best Electronics
Best Electronics