Alexa স্মৃতি ধরে রাখতে মৃত মায়ের অঙ্গ দান ১০ বছরের ছেলের!  

স্মৃতি ধরে রাখতে মৃত মায়ের অঙ্গ দান ১০ বছরের ছেলের!  

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৩৬ ২৬ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার একটি দুর্ঘটনায় মারাত্মক জখম হন মায়াঙ্কের মা দিশা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু, শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন ডেথ ( brain-death) হয় তার। এরপরই মায়ের স্মৃতি ধরে রাখার জন্য তার অঙ্গদান করার সিদ্ধান্ত নিল ১০ বছরের মায়াঙ্ক। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে।

জানা গেছে, জন্মের তিন বছরের মধ্যে বাবাকে হারায় মায়াঙ্ক। তারপর থেকেই মাকে কেন্দ্র করে জীবন আবর্তিত হচ্ছিল তার। ছোট ও বড় সবকিছুতে মা দিশাই ছিল তার পথপ্রদর্শক। 

কিন্তু, গত বৃহস্পতিবার আচমকা বদলে যায় ছোট্ট মায়াঙ্কের জীবন। একটি দুর্ঘটনায় সবকিছু বদলে যায়। হঠাৎ মায়ের মৃত্যু তাকে বড্ড একাকী করে দেয়। মা-পাগল ছেলেটি দিশেহারা হয়ে পড়ে।

তাৎক্ষণিক মায়ের স্মৃতি জীবন্ত রাখার তাগিদে তার অঙ্গদান করার সিদ্ধান্ত নিল মায়াঙ্ক। পাশাপাশি কয়েকজনের জীবনও বাঁচাল।

এ প্রসঙ্গে মায়াঙ্কের কাকা জগদীশ চাওয়ানি বলেন. মায়াঙ্কের বয়স খুবই কম। যখন এই বিষয়ে আমরা সবাই জিজ্ঞাসা করি তখন ও খুব সুন্দর একটা উত্তর দেয়। আমাদের বলে যদি পুড়িয়ে দাও তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু, যদি মায়ের অঙ্গ দান করে দেয় অন্য কারো মাধ্যমে মাকে অনুভব করতে পারব আমি। ওর এই উত্তর শুনে সবাই অঙ্গদানের সিদ্ধান্ত নেয়।

ডেইলি বাংলাদেশ/এমএইচ