Alexa স্পর্শকাতর স্থানে হাত দিতেন গৃহশিক্ষক, কাঁদলেন অভিনেত্রী

স্পর্শকাতর স্থানে হাত দিতেন গৃহশিক্ষক, কাঁদলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৪১ ২৩ জানুয়ারি ২০২০  

মধুরিমা তুলি

মধুরিমা তুলি

সে এক ভয়াবহ ছোটবেলা। মেয়েটির বয়স তখন কতই বা! নয় বা দশ। নিজের বাড়িতেই মুখোমুখি হতে হয়েছিল এক ভয়ঙ্কর ঘটনার, যা ওই টুকু বয়সেই মানসিক ভাবে পুরোপুরি বিপর্যস্ত করে দিয়েছিল তাকে। সম্প্রতি এমনই এক ভয়াবহ স্মৃতির কথা শেয়ার করলেন অভিনেত্রী মধুরিমা তুলি।

ঠিক কী হয়েছিল মধুরিমার সঙ্গে? তার কথায়, যে ব্যক্তি আমার শ্লীলতাহানি করতেন তিনি আমার গৃহশিক্ষক। তখন আমি খুবই ছোট।

কাঁদতে কাঁদতে মধুরিমা বলেন, আমি আর আমার ভাই একইসঙ্গে ওর কাছে পড়তাম। বহুবার সেই ব্যক্তি আমায় অশালীনভাবে শরীরের র্স্পশকাতর জায়গায় হাত দেয়ার চেষ্টা করতেন। ভাই থাকত বলে হয়ত নিজেকে কিছুটা গুটিয়ে রাখত। এ রকম বেশ কয়েকবার চলার পর আমি বাবা-মাকে পুরো বিষয়টা জানাই।

সে সময় বাবা-মা’কে পাশে পেয়েছিলেন মধুরিমা। ওই ঘটনার আকস্মিকতায় এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন মধুরিমা যে পড়ায় মন বসাতে পারতেন না। স্কুলেও প্রভাব পড়েছিল। শিক্ষকেরা ভাবত ইচ্ছা করে পড়াশুনা করছেন না তিনি। দোষারোপ করত তাকে। ভিতরে শেষ হয়ে যাচ্ছিলেন ক্রমশই। সেই ঘটনার অভিঘাত থেকে নিজেকে মুক্ত করতেই ওড়িশা থেকে সপরিবারে দেহরাদূনে চলে যান মধুরিমা। নতুন করে জীবন শুরু করেন।

ডেইলি বাংলাদেশ/টিএএস