Alexa স্ত্রীর সঙ্গে ঝগড়া অতঃপর স্বামী উঠলেন ২০০ ফুট উপরে...

স্ত্রীর সঙ্গে ঝগড়া অতঃপর স্বামী উঠলেন ২০০ ফুট উপরে...

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৩৮ ২৮ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দাম্পত্য কলহ, সে তো সব ঘরেই একটু আধটু হয়ে থাকে! তাই বলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ায় স্বামী উঠে গেলেন ২০০ ফুট উঁচুর মোবাইল টাওয়ারে। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের বিষ্ণুপুরের দৌলতাবাদ গ্রামে। 

জানা যায়, পারিবারিক অশান্তির জেরেই মোবাইল টাওয়ারে উঠেছিলেন ৪০ বছর বয়সী অমল সর্দার নামক ওই ব্যক্তিট। তবে তিনি ছিলেন নেশাগ্রস্থ। মদ্যপ অবস্থায় তিনি মোবাইল টাওয়ারে উঠে পড়েন। সেখানেও গিয়েও তিনি মদ্যপান করেন।

তবে নেশার ঘোর কাটতেই তার চোখ ছানা বড়া হয়ে যায়। এ কোথায় তিনি! দিশেহারা হয়ে সাহায্যের জন্য চিৎকার শুরু করেন এই ব্যক্তি। অতঃপর আশেপাশের লোকজন ছুটে আসে টাওয়ারের নিচে। খবর দেয়া হয় পুলিশকে অতঃপর আসে দমকল বাহিনী। দুই ঘণ্টা চেষ্টা করার পর ওই ব্যক্তিকে টাওয়ার থেকে নিচে নামানো হয়। 

ডেইলি বাংলাদেশ/জেএমএস