Alexa স্ত্রীকে নামাজের পরামর্শ দেন নিহত সোহেল

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনা

স্ত্রীকে নামাজের পরামর্শ দেন নিহত সোহেল

চাঁদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২২:২৫ ৮ এপ্রিল ২০১৯   আপডেট: ২২:২৭ ৮ এপ্রিল ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মো. সোহেলের বাড়িতে শোকের মাতম চলছে। সোহেল জেলার হাজীগঞ্জের পশ্চিম ইউপির আনোয়ার হোসেনের ছেলে।

একমাত্র সন্তান সোহেলকে হারিয়ে পাগলপ্রায় আনোয়ার হোসেন দম্পত্তি। মাত্র আট মাস আগে বিভিন্ন এনজিও থেকে টাকা উঠিয়ে মালয়েশিয়া পাড়ি দেন সোহেল। সে চার বোনের একমাত্র ভাই।
 
এছাড়া সাড়ে আট মাসের একমাত্র মেয়ে সন্তানের বাবা সোহেল ২০১৩ সালে এসএসসি পাশ করেন। মালয়েশিয়া যাওয়ার পুরো টাকাটা বিভিন্ন জন থেকে ঋণ নেয়া বলে জানান নিহতের বাবা।
 
সোমবার বিকেলে সোহেলের বাড়িতে দেখা যায়, দো-চালা ঘরের ভেতর স্ত্রী শাহানারা বেগমের কান্না পুরো বাড়ির পরিবেশ ভারী করে তুলেছে। বাড়িতে প্রতিবেশী নারী পুরুষের ভিড়। আত্বীয়-স্বজনরা বাড়িতে ভিড় করেছেন। মা রোকেয়া বেগম বাকরুদ্ধ। সোহেলের একমাত্র মেয়ে সোহানা তাকানো ছাড়া কিছুই বুঝার বয়স হয়নি।
 
বাবা আনোয়ার হোসেন বুক চাপড়িয়ে বলেন, সবকিছুই তো শেষ হয়ে গেলো। ছেলের মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন জানাচ্ছি।

সোহেলের স্ত্রী বলেন, সর্বশেষ তিনি আমাকে নামাজ পড়ার কথা বলেন। ডিউটি শেষে আমাকে ফোন দেবেন বলেছিলেন।

পরে কান্নার ছাড়া কিছুই বলেননি সোহেলের স্ত্রী।

স্থানীয় ইউপি যুবলীগের সভাপতি লোটাস দেলোয়ার বলেন, সরকারের কাছে এলাকাবাসীর আবেদন, সরকার যেন সোহেলের মরদেহটা দেশের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

Best Electronics
Best Electronics