Alexa স্টার্ট না নেয়ার বিরক্তিতে গাড়িতে আগুন, ভিডিও ভাইরাল

স্টার্ট না নেয়ার বিরক্তিতে গাড়িতে আগুন, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৩৭ ৪ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাম তার ইন্দরজিৎ সিং জাদেজা। বাড়ি ভারতের গুজরাটের রাজকোটে। একদিন তার গাড়ি স্টার্ট নিচ্ছিল না। ব্যাটারি গোলমাল করছিল। নিজের প্রিয় গাড়ির এমন আচরণে ইন্দরজিৎ এত রেগে গেলেন যে ঠিক করলেন, ধ্বংসই করে ফেলবেন তাকে। গাড়ি গ্যারেজে নিয়ে যাওয়ার বদলে তা ঠেলে নিয়ে গেলেন রাস্তার মাঝখানে। তারপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলেন।

ইন্দরজিৎ যখন গাড়িতে আগুন দিচ্ছেন, তখন মোবাইলে ভিডিও ছবি তোলেন তার বন্ধু নাইমিশ গোহিল। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। ভিডিও দেখেই পুলিশ ইন্দরজিৎ ও নাইমিশকে আটক করে। কোথা থেকে ইন্দরজিৎ পেট্রল পেলেন, তাও তদন্ত করে দেখা হচ্ছে। রাজকোটের এসপি এ এন রাঠোর বলেন, গাড়ির ব্যাটারি খারাপ হয়ে গিয়েছিল। গাড়ির মালিক ক্ষেপে গিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/জেএইচ