Alexa স্কুল শিক্ষার্থীকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা, আটক বৃদ্ধ

স্কুল শিক্ষার্থীকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা, আটক বৃদ্ধ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:০৬ ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ২০:০৭ ১৮ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

নওগাঁর মহাদেবপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খমেজ উদ্দিন নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। 

শনিবার দুপুরে উপজেলার এনায়েতপুর মোড় থেকে তাকে আটক করা হয়। খমেজ এনায়েতপুর গ্রামের কছির উদ্দিনের ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় এনায়েতপুর মোড়ে খমেজের দোকানের সামনে বসে। এ সময় কেউ না থাকায় খমেজ জাপটে ধরে তাকে দোকানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। 

সে সময় মেয়েটি কান্না শুরু করলে তাকে ভয়-ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়। এ অবস্থায় শনিবার সকালে ওই ছাত্রীর বাবা-মা তার কী হয়েছে জানতে চাইলে সে ধর্ষণ চেষ্টার কথা খুলে বলেন। পরে ওই শিক্ষার্থীর মা তাৎক্ষণিক থানায় গিয়ে মামলা করলে শনিবার দুপুরে খমেজকে আটক করে পুলিশ।

মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ঘটনার পর থেকে ওই ছাত্রী খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে। এ ঘটনায় তার মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

তিনি আরো বলেন, এ ঘটনায় দোকান মালিক খমেজ উদ্দিনকে আটক করা হয়েছে। ১৬১ ধারায় ওই ছাত্রীর জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেডআর