Alexa স্কুলে বসেই আয়েশে মদপান করলেন প্রিন্সিপাল!

স্কুলে বসেই আয়েশে মদপান করলেন প্রিন্সিপাল!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৫৪ ৫ অক্টোবর ২০১৯   আপডেট: ১২:৫৬ ৫ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

এক প্রাথমিক বিদ্যালয়ে নিজের কক্ষে বসেই আয়েশে মদপান করেছেন প্রিন্সিপাল। শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের বদায়ুনের ওয়াজিরগঞ্জের পালাই গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, প্রিন্সিপালের এই মদপান গোপন থাকেনি। অভিভাবকদের নজরে আসলে থানায় খবর দেয়া হয়। পরে ওই প্রিন্সিপালকে আটক করে পুলিশ। 

অভিভাবকেরা ওই প্রিন্সিপালের বিরুদ্ধে লিখিত অভিযোগে জানান, নিয়ম-শৃঙ্খলার তোয়াক্কা না করে স্কুল চত্বরে নিজের অফিস রুমে বসে নিশ্চিন্তে মদ্যপান করছিলেন ওই প্রিন্সিপাল। 

এদিকে বদায়ুনের ডিসি দীনেশকুমার সিং জানান, প্রাথমিক স্কুলের ওই অধ্যক্ষের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। 

তিনি আরো বলেন, তদন্তে তার মদপান প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি বাংলাদেশ/জেডআর