Alexa স্কুলের এমপিও বাঁচাতে পিইসিতে ভুয়া পরীক্ষার্থী

স্কুলের এমপিও বাঁচাতে পিইসিতে ভুয়া পরীক্ষার্থী

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৩২ ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ২১:৩৩ ১৯ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের গোপালপুরে এমপিও বাঁচাতে ভুয়া পরীক্ষার্থী দিয়ে পিইসি পরীক্ষা দেয়াচ্ছে ছোট শাখারিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ঘটনায় ১৩ ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে প্রশাসন। বহিষ্কৃতরা হলেন- তামান্না, সুমাইয়া, ফরিদা, তৃষা, বিথী, কাওসার, নাঈম, শুভ, লিমন, নাজমুল, আনিকা, সাগর।

গোপালপুরের ইউএনও বিকাশ বিশ্বাস জানান, ছোট শাখারিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সদ্য জাতীয়করণের আওতায় এসেছে। এমপিও বাঁচাতে সপ্তম, নবম, এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে পিএইসি পরীক্ষা দেয়াচ্ছে স্কুল কর্তৃপক্ষ। পরীক্ষক নিয়ন্ত্রকদের সন্দেহ হওয়ায় ১৩ ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর