Alexa স্কুলশিক্ষকের প্রাণ নিল অজ্ঞাত পরিবহন

স্কুলশিক্ষকের প্রাণ নিল অজ্ঞাত পরিবহন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:১৬ ১৫ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত পরিবহনের চাপায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

নিহত মো. আবুল হোসেন ১৫নং ওয়াহেদপুর ইউপির মাইজগাঁওয়ের রফিউজ্জামানের ছেলে। তিনি মিরসরাই মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন।

মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ছোট কমলদহ বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লেনে সড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাত পরিবহন ওই শিক্ষককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট সোহেল সরকার বলেন, স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়েছি। এখনো বিস্তারিত জানা যায়নি।

ডেইলি বাংলাদেশ/এআর