Alexa সৌম্য-শান্তদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভূটান

সৌম্য-শান্তদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভূটান

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৩৮ ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১০:৫৬ ৬ ডিসেম্বর ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

সাউথ এশিয়ান (এসএ) গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভূটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ ক্রিকেট দল। নেপালের কির্তীপুরের ত্রিভূবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভূটান। 

এবারের আসরে মালদ্বীপের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১০৯ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। যদিও সে ম্যাচ থেকে টাইগারদের ব্যাটিংয়ে অনেক উন্নতি করার সুযোগ রয়েছে। দুর্বল মালদ্বীপের বিপক্ষে কোন বাংলাদেশি ব্যাটসম্যানই অর্ধশতক করতে না পারেনি। 

সেদিনের ভুলগুলো শুধরে ব্যাটসম্যানদের ব্যাট হাসবে এমনটাই আশা টাইগারভক্তদের। এই ম্যাচে জয়ের মাধ্যমে সোনা জয়ের পথে আরো একধাপ এগিয়ে যেতে চাইবে শান্ত-সৌম্যরা। 

অন্যদিকে দুর্বল দল ভূটান নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করেছে। তাদের হয়তো প্রধান লক্ষ্য থাকবে যতো কম ব্যবধানে হারা যায়। বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে একটি দলের বিপক্ষে লড়াই করাই হবে তাদের কাছে সম্মানের। 

ডেইলি বাংলাদেশ/এম