সৌদি আরবে নাট্যমঞ্চে ছুরির হামলা, আহত ৩
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১১:১৯ ১২ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানীতে একটি মঞ্চ নাটক চলাকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিন নাট্যকর্মী আহত হয়েছেন।
সোমবার ইয়েমেনের এক ব্যক্তি সরাসরি নাটক চলাকালীন এ ছুরিকাঘাত চালিয়েছে বলে জানান দেশটির পুলিশ কর্মকতারা।
একজন পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস সংস্থাটির বরাত দিয়ে বলা হয়েছে, রিয়াদের বাদশাহ আবদুল্লাহ পার্কে আয়োজিত নাট্যানুষ্ঠানের মঞ্চে এ হামলা চালানো হয়। হামলায় আহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তারা সবাই একটি বিদেশি নাট্যদলের সদস্য। তবে কোন দেশ থেকে নাট্যদলটি এসেছে, তা এখনো স্পষ্ট নয়।
আহতরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন।
সৌদি আরবের সংবাদ মাধ্যমগুলো বলছে, হামলাকারী সৌদি নাগরিককে পুলিশ ছুরিসহ আটক করেছে। এ ছাড়া সঠিক তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলটিকে সিলগালা করে দেয়। তবে ক্ষতিগ্রস্তরা স্থিতিশীল অবস্থায় থাকলেও হামলাকারীর উদ্দেশ্য সর্ম্পকে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
ইউরোপীয় ও আমেরিকান স্টাডিজের জন্য গ্রিস ভিত্তিক গবেষণা ইনস্টিটিউটের সৌদি বিশেষজ্ঞ কোয়ান্টিন ডি পিমোডান এএফপিকে বলেছেন, ইসলামী অনুশাসন কঠোরভাবে অনুসরণ করা সৌদি আরবের প্রশাসন সাম্প্রতিক সময়ে বিনোদনের বিষয়ে আইনকানুন শিথিল করেছে। এ কারনেই দেশটি হামলার শিকার হচ্ছে বলে তিনি জানান।
ডেইলি বাংলাদেশ/আরএএইচ