Alexa সৌদি আরবের প্রথম নারী মডেল

সৌদি আরবের প্রথম নারী মডেল

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩২ ১৩ অক্টোবর ২০১৯  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নারীদের ওপর থেকে নানা বিধি-নিষেধ তুলতে শুরু করেছে কট্টর রক্ষণশীল দেশ সৌদি আরব। এর মধ্যেই বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ জানিয়েছেন একটি নতুন খবর। দেশটিতে প্রথম নারী মডেল হয়েছেন তিনি।

সৌদি আরবের বিমানবন্দরে শোভা পেয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজের ছবিসংবলিত হালা কেএসএর বিজ্ঞাপন। এতে হিজাব পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে। সঙ্গে বিজ্ঞাপনটিতে তার স্বাক্ষরও স্থান পেয়েছে। সৌদি বিমানবন্দরে স্থান পাওয়া এটিই প্রথম কোনো নারী তারকার মুখসংবলিত বিজ্ঞাপন। সেটির ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেছেন জ্যাকুলিন। 

সৌদি বিমানবন্দরে তার বিজ্ঞাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্ট্রিমিং সাইটটির ছবি ‘মিসেস সিরিয়াল কিলার’-এও দেখা যাবে জ্যাকুলিনকে। এদিকে নেটফ্লিক্সে মুক্তির অপক্ষোয় জ্যাকুলিনের আরেক ছবি ‘ড্রাইভ’। 

সূত্র : কইমই ডটকম

ডেইলি বাংলাদেশ/এমএস