সৌদির কারাগারে বিখ্যাত আলেম ফাহাদের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১২:০৭ ১৪ নভেম্বর ২০১৯ আপডেট: ১২:২৬ ১৪ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত
সৌদি আরবের কারাগারে মারা গেছেন বিখ্যাত আলেম ও দাঈ শায়খ ফাহাদ আল-কাজি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
যুক্তরাজ্যভিত্তিক অনলাইন গণমাধ্যম নিউ আরব-এর বরাতে এ খবর প্রকাশিত হয়।
শায়খ ফাহাদ আল কাজি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে উপদেশ দিয়ে চিঠি লেখায় গত ৩ বছর আগে তাকে গ্রেফতার করা হয়।
কারাগারেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ বিখ্যাত আলেম ও দাঈ। তার মৃত্যুর খবর, জানাজা ও দাফনের দৃশ্য টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
কারা কর্তৃপক্ষের অবহেলা ও বিনা চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন অনেকে। শায়খ ফাহাদ আল কাজি সামাজিক বিষয়ে সৌদি সরকারের কঠোর বিরোধিতা করতেন।
এর আগে দাওয়াতে দ্বীনের বিশ্ব বিখ্যাত আলেম সৌদি আরবের ধর্মীয় ব্যক্তিত্ব মসজিদে নববির সম্মানিত ইমাম শায়খ ড. আহমেদ আল আমরি এবং সৌদি আরবের আরেক দাঈ ও আলেম শায়খ সালেহ দুমিরি কারাগারে মারা যান।
ডেইলি বাংলাদেশ/এমকে