Alexa সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০১:০১ ১৮ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেন ও আব্দুল কুদ্দুস নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। 

বুধবার (১৬ অক্টোবর) দিনগত রাতে কাভার্ডভ্যানের চাপায় তাদের মৃত্যু হয়। 

নিহত বেলাল হোসেন উপজেলার চরহাজারী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মাহাদীর গো মসজিদ সংলগ্ন এলাকার বেচু দরবেশের ছেলে ও নিহত আব্দুল কুদ্দুস একই ইউপির ৮ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে ওই দুইজন কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি বাংলাদেশ/আরএম