Alexa সোনা চোরাচালানের দায়ে দুইজনের যাবজ্জীবন

সোনা চোরাচালানের দায়ে দুইজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৩৫ ২১ অক্টোবর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় সোনা চোরাচালানের অপরাধে দুইজনের যাবজ্জীবন দিয়েছে আদালত। চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল ১-এর বিচারক মো. রবিউল ইসলাম সোমবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ঢাকার নবাবগঞ্জ থানার কান্দামাত্রা গ্রামের খোসাই মণ্ডলের ছেলে দীপক মণ্ডল ও একই গ্রামের যোগেশ মল্লিকের ছেলে প্রভাত মল্লিক।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় ছিলেন। তাদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা জজ আদালতের পিপি শামসুজ্জোহা মামলার নথির বরাতে বলেন, গত বছর ১১ জুলাই বিকেলে দামুড়হুদা উপজেলার জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় দীপক ও প্রভাতকে  আটক করা হয়। তাদের কাছে এক কেজি ওজনের একটি ও  ১০০ গ্রাম ওজনের তিনটি সোনার বার ছিল।

এ ঘটনায় বেনাপোল শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম দামুড়হুদা থানায় মামলা করেন। থানার এসআই আমজাদ হোসেন তদন্ত শেষে তাদের বিরুদ্ধে গত বছর ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন।

পিপি শামসুজ্জোহা বলেন, মামলায় নয়জনের সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাদের যাবজ্জীবন দিয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম