Alexa সোনারগাঁয়ে নিষেধাজ্ঞা মানেননি দুই জেলে

সোনারগাঁয়ে নিষেধাজ্ঞা মানেননি দুই জেলে

নারায়ণগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৫৮ ১০ অক্টোবর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে জাল ফেলে ইলিশ মাছ শিকারের দায়ে মোরশেদ মিয়া ও সালাম নামের দুই জেলেকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে নৌ পুলিশের সহায়তায় দুই জেলেকে আটক করেছে সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার। পরে সোনারগাঁয়ের ইউএনও অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড দেন।

সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, মা ইলিশ মাছ শিকার করার অপরাধে মোরশেদ মিয়া ও সালাম মিয়া নামের দুই জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে ইউএনও অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই জেলেকে ২০ দিনের কারাদণ্ড দেন। আটক কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। আর জাটকাগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।

ডেইলি বাংলাদেশ/জেএইচ