Alexa সোনারগাঁওয়ে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

সোনারগাঁওয়ে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:৪৫ ২২ নভেম্বর ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অস্ত্রসহ মনির হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাচঁপুর ইউপির কাচঁপুর সোনাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মনির হোসেন শরীয়তপুরের জাজিরা উপজেলার মিরাজ মিয়ার ছেলে।

সোনারগাঁও থানার এসআই রুস্তম আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁচপুর সোনাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি স্যুটারগান, চার রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ডেইলি বাংলাদেশ/আরএম