Alexa সোনাগাজীতে বিনামূল্যে দুই শতাধিক শিশুর খতনা 

সোনাগাজীতে বিনামূল্যে দুই শতাধিক শিশুর খতনা 

ফেনী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৫২ ১১ নভেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিনামূল্যে দুই শতাধিক শিশুর খতনা করানো হয়েছে। 

সোনাগাজী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ার ইসলামী  সোসাইটির উদ্যোগে সোমবার দিনব্যাপী এই খতনা করানো হয়।

উম্মুল ক্বোরা মাদরাসা মাঠে সকালে সুন্নতে খৎনার উদ্বোধন করেন ফেনী-৩ আসনের এমপি লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। 

সুবেদার মেজর (অব.) বেলায়েত হোসেনের সভাপতিত্বে শিক্ষক নেতা আমির হোসেন আমুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ, মুফতি মাও. নিজাম উদ্দিন, মাও.আশরাফুল ইসলাম, মাও. নূরুল করিম, মাও. শহীদ উল্যাহ ও অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জাহান। 

এ সময় দোয়া পরিচালনা করেন ওলামা বাজার দারুল উলুম আল হোসাইনিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. মোস্তফা মুছাপুরী।

১০ চিকিৎসকের একটি মেডিকেল টিম ২৩০ শিশুর খতনা সম্পন্ন করে। শিশুদেরকে খতনা করানোর পাশাপাশি বিনামূল্যে ওষুধ, টুপি ও গামছা দেয়া হয়। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ