Alexa সেলফি তুলতে গিয়ে পোষ্য কুকুরের কামড়, তরুণীর মুখে ৪০ সেলাই

সেলফি তুলতে গিয়ে পোষ্য কুকুরের কামড়, তরুণীর মুখে ৪০ সেলাই

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:১৬ ১৮ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যে কোনো স্মৃতি ফেসবুক, ইনস্টাগ্রামে টাইমলাইনে জমা রাখতে সবসময়ই আগ্রহী থাকেন সেলফিপ্রেমীরা। তেমনই কুকুরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছে আর্জেন্টাইন তরুণী লওরা স্যানসোনের। সেলফি তুলতে গেলে কুকুরটি কামড়ে লওড়ার মুখ ছিঁড়ে দেয়। ১৪ জানুয়ারি আর্জেন্টিনার টুকুমানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,  ১৭ বছরের ওই তরুণীর অ্যালসিসিয়ান নামে এক জার্মান শেফার্ড পোষ্য রয়েছে। বিছানায় নিয়ে কুকুরের সঙ্গে খেলার ফাঁকে হঠাৎ তার ইচ্ছে হয় সেলফি তোলার। আর এতেই বড় বিপদ ডেকে আনেন তিনি। হঠাৎই কুকুরটি কামড়ে লওড়ার মুখ ছিঁড়ে দেয়। আহত লওড়াকে দ্রুত হাসপাতালে নেয়ার পর তার মুখে ৪০টি সেলাই পড়ে।

এরইমধ্যে লওড়া স্যানসোনের ক্ষতবিক্ষত চেহারা আর কুকুরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস