Alexa সেলফি কেড়ে নিল অধ্যাপকের স্ত্রী-কন্যার প্রাণ!

সেলফি কেড়ে নিল অধ্যাপকের স্ত্রী-কন্যার প্রাণ!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৩৩ ১৪ আগস্ট ২০১৯   আপডেট: ১৮:৫৭ ১১ সেপ্টেম্বর ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সেলফি তুলতে গিয়ে এক অধ্যাপকের স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়েছে। ভারতের মধ্য প্রদেশের মন্দসর জেলায় বন্যার পানির সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে তাদের মৃত্যু হয়। পানিতে ভেসে যাওয়া স্ত্রীর মরদেহ উদ্ধার করা গেলেও, মেয়ের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। 

মেয়ের মরদেহ উদ্ধারে জোর তল্লাশি চালানো হচ্ছে। চৌধুরি কলোনি এলাকায় অতিরিক্ত বন্যার পানি দেখতে গিয়েছিল অধ্যাপকের পরিবার। সেখানে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করেন তারা। সেখানকারই গর্তে পড়ে যায় পরিবারের সকল সদস্য। 

অধ্যাপককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করতে সক্ষম হন। তার নাম আর ডি গুপ্তা। এ ঘটনায় হাত ভেঙেছে অধ্যাপকের। এলাকায় অতি বর্ষণের জেরেই বন্যায় ভেসে গিয়েছে বহু গ্রাম। 

এখনো পর্যন্ত এরাজ্যে বন্যায় মৃতের সংখ্যা ৩। এনডিআরএফ ও এসডিআরএফের সদস্যরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন পরস্থিতি সামাল দেয়ার।

ডেইলি বাংলাদেশ/এমএস