Alexa সেরা করদাতা সম্মাননা পাচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সেরা করদাতা সম্মাননা পাচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:০০ ১২ নভেম্বর ২০১৯  

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু

জেলা পর্যায়ে দীর্ঘ সময় ধরে কর দেয়ার জন্য সম্মাননা পাচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। তিনি নেত্রকোনা-২ আসনের এমপি।

জেলা রাজস্ব কর্মকর্তা মো. নবাব আলী আকন্দ বলেন, আগামী কর মেলায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুকে এ সম্মাননা দেয়া হবে। তার সম্মাননার বিষয়টি জেলার করদাতাদের মাঝে বিপুল উৎসাহ যোগাবে। যা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে সুফল বয়ে আনবে।

এছাড়া সেরা করদাতা হিসেবে সম্মাননা পাচ্ছেন সৈয়দ জাহেদুল ইসলাম। জেলায় সর্বোচ্চ করদাতা হলেন- অসীম কুমার সিংহ ও মৃত্যুঞ্জয় রায়। এছাড়া নারী করদাতা সুশ্রী রাণী সাহা ও তরুণ করদাতা হিসেবে সেলিম তালুকদার সম্মাননা পাচ্ছেন।

প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, বিষয়টি জেনে অত্যন্ত আনন্দিত। এ সময় তিনি সময়মতো কর পরিশোধ করার জন্য সবার প্রতি আহবান জানান।

ডেইলি বাংলাদেশ/এমআর